প্রতিষ্ঠান সম্পর্কে
সভাপতি মহোদয়ের বাণী
১৯৪৭ সালে মহরুম আলহাজ্ব আবদুল মাবুদ সওদাগর চট্টগ্রাম শহরের বন্দর থানাধীন দক্ষিন মধ্যম হালিশহরের ৩৮নং ওয়ার্ড এলাকায় ৫ একর জায়গার উপর তাঁর শ্রদ্ধেয়া আম্মাজান এর নামে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা শিক্ষার আলো প্রজ্বলন করার প্রত্যয়ে অত্র এলাকায় আলোকিত মানুষ সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দাতা-গ্রহীতার সম্পর্ক ঠিক রেখে কার্য সম্পাদনের জন্য যেমনি নেতার প্রয়োজন তেমনি ভাল শিক্ষকেরও প্রয়োজন। নেতা, সুশিক্ষক, উত্তম পাঠদান,সচেতন অভিভাবক, সকলের আন্তরিক সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোন পরিবর্তন আনয়নে সক্ষম। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে নিরলস পরিশ্রম অব্যাহত রেখেছি। গুণগতমান উন্নয়নের প্রক্রিয়াগুলো আরো উন্নততর পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত আমরা অনুশীলন প্রক্রিয়া চালিয়ে যাব।
মোহাম্মদ নূরুল্লাহ নূরী
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), চট্টগ্রাম।
সভাপতি, হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষকের বাণী
অর্ধশত বছর অতিক্রম করে শতাব্দীর পথে এগিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় দক্ষিন মধ্যম হালিশহর এলাকায় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। বিদ্যাপীঠটি এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে সৃজন করেছে অসংখ্য আলোকিত সাদা মনের মানুষ যাঁরা আজ স্ব মহিমায় মহিমান্বিত। শুধু দেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পদ পদবীধারী শিক্ষার্থী যারা নিজ নিজ কর্তব্যে কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন। আশা রাখি প্রতিষ্ঠানের সকলে স্বতঃস্ফূর্তভাবে তা গ্রহণ করে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।যদি তাই হয় তবে ভাল কাজের শিখনফল (Learning Outcome) অবশ্যই কল্যাণধর্মী হবে।
মোহাম্মদ নাসিম উদ্দিন
প্রধান শিক্ষক
হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়











